আমার নাম সমীর, পুরো নাম সমীর কুমার দাস। জী না, এখনো কুমার নাই কিন্তু নাম থেকে মুছতে পারি নাই এখনো। অথচ বাব-দাদার চৌদ্দগুষ্টিতে কারো নামের সাথে কুমার ছিল না। আমি কিভাবে এটা নামের সাথে যুক্ত করলাম সে এক বিরাট ইতিহাস, নাইবা লিখলাম এখানে।
খুব ছোট বেলায় ইচ্ছা ছিলো মুদি দোকানের বিক্রেতা হওয়া। কয়েক বছর পরে মনে হলো যদি জুতা মেরামতকারি মানে মুচী হতে পারতাম! একি ইচ্ছা বেশিদিন থাকতো না। তবে জীবনে যা হতে চাইনি, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তাই হয়েছি। পড়াশুনা করেছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিষয়ে।
বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বছর চারেক চাকুরী করেছি কয়েকটা সফটওয়ার ফার্মে। তারপর চাকুরী ছেড়ে দিয়ে ফ্রিল্যান্সিং করেছি আরও বছর চারেক। বর্তমানে আই-পি ভিশন নামে একটি সফটওয়ার ফার্মে ওয়েব বিভাগে প্রধানের দায়িত্বে আছি।